1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. rj.nazmul2500@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:১০ অপরাহ্ন

ইচ্ছের অপূর্ণতা

লেখকঃ তুষার শুভ্র
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৩৩৫ বার

ইচ্ছে ছিল আকাশ ছুঁবো
উড়বো পাখির সাথে!
উড়তে উড়তে হারিয়ে যাব,
নীল দিগন্তের পথে।
ইচ্ছে ছিল ভেসে বেড়াবো
ওই শুভ্র মেঘের সাথে!
অন্ধকারে আলো কুড়োবো
বিদ্যুতের ঝলকানিতে।
ভয় পাবো না কখনোই ; কালো মেঘগুলোকে।
বন্ধু হবে সবাই ওরা
রবো ওদের সাথে।
হয় নি পূরণ সেই ইচ্ছেগুলো,
অপূর্ণ আজ সব।
দেখতে দেখতে পেড়িয়ে গেল
বছর সাড়ে ষাট!
বয়স ক্রমে বেড়েই চলেছে,
একদিন শেষও হবে জীবনের পথ।
তবুও প্রয়োজনের তাগিদে বেঁচে আছি,
পাই নি এখনো জীবনের স্বাদ।
হবে না কখনো আর আকাশ ছোঁয়া,
পূর্ণতা পাবে না জীবনের ইচ্ছে।
তবুও তো বেঁচে আছি এখনো,
এইটুকুই বা কম কিসে!

লেখকঃ তুষার শুভ্র

এ জাতীয় আরো সংবাদ