1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. rj.nazmul2500@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ০১:২১ অপরাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে বিকেলে দেখা করবেন স্বজনরা

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ১৬৯ বার

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তার স্বজনরা। আজ শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে স্বজনরা তার সঙ্গে দেখা করবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার জানান, এর আগে গত ২৪ নভেম্বর সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করলেও ওই সময় তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি। গত ২৪ নভেম্বর কারা মহাপরিদর্শক ও কেন্দ্রীয় কারাগারের জেল সুপার বরাবর এ আবেদন করেন খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা।

আজ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন তার বোন সেলিমা ইসলাম, ভগ্নিপতি রফিকুল ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার ও শাহিনা জামান খান।

সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার পরিবারে কয়েকজন আত্মীয়-স্বজন তার সঙ্গে সাক্ষাৎ করেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ