1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. rj.nazmul2500@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
বৃহস্পতিবার, ০৫ অগাস্ট ২০২১, ০৫:৫৮ অপরাহ্ন

মিস ইউনিভার্সে ২০তম বাংলাদেশের শিলা

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ২৩১ বার

প্রথম বারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো ফলাফল করেছেন বাংলাদেশের শিরিন আক্তার শিলা। মর্যাদাপূর্ণ এ বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতায় ৯০টি দেশ অংশগ্রহণ করে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে অনুষ্ঠিত এ বছরের আসর অনুষ্ঠিত হয়। এ আসরে এবার অভিষেক হয় বাংলাদেশের। নানা ধাপ পেরিয়ে জমজমাট এ আসরের সেমিফাইনালে উঠে আসেন ২০ জন। এবারে শীর্ষ ২০-এ স্থান করে নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগী শিরিন আক্তার শিলা।
এর পর সেখান থেকে বেছে নেয়া হয় শীর্ষ ১০ প্রতিযোগীকে। চূড়ান্ত পর্বে সবাইকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট মাথায় তোলেন আফ্রিকান সুন্দরী জোজিবিনি তুনজি।

এর আগে ২৩ অক্টোবর বাংলাদেশ থেকে কয়েক হাজার প্রতিযোগীর মধ্যে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ নির্বাচিত হন শিরিন আক্তার শিলা। শিরিনের আক্তার শিলার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

এ জাতীয় আরো সংবাদ