1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. rj.nazmul2500@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩০ অপরাহ্ন

হঠাৎ লন্ডনে কেন ক্যাটরিনা?

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৮৮ বার

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। করোনা মহামারির কারণে শুটিং বন্ধ থাকায় ঘরেই কেটেছে তার সময়। তবে আবারো শুটিং সেটে ফেরার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।

বর্তমানে ক্যাটরিনার হাতে একাধিক সিনেমার কাজ। সিদ্ধার্থ চতুর্বেদী ও ইশান কাট্টারের সঙ্গে ‘ফোন ভূত’ ও আলী আব্বাস জাফরের একটি সুপারহিরো সিনেমার শুটিং শুরু করবেন। এরই মধ্যে লন্ডনে উড়ে গেলেন তিনি।
করোনার কারণে ভারতে লকডাউনের সময় মুম্বাইয়ের বাড়িতে ছিলেন ক্যাটরিনা। মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সাত মাস পর মায়ের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছেন তিনি। একটি ব্যক্তিগত জেটে সেখানে গিয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী।

এদিকে মুক্তির অপেক্ষায় ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’। এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন তিনি। গত মার্চে সিনেমাটি মুক্তির কথা ছিল। করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। নভেম্বরে ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাবে।

সুত্রঃ রাইজিং বিডি

এ জাতীয় আরো সংবাদ