1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. rj.nazmul2500@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ০৯:৫৫ অপরাহ্ন

হবু বরকে নিয়ে দুবাইয়ে ফারিয়া!

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪২ বার

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। এরপর দুই বাংলার বেশকিছু সিনেমায় দেখা যায় তাকে।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ফারিয়া। প্রায়ই ছবি পোস্ট করে নিজের অবস্থান জানান দেন তিনি। গত ২৫ সেপ্টেম্বর থেকে নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করেছেন। এসব ছবিতে চেক-ইন দিয়েছেন দুবাই। একটি ছবিতে ফারিয়ার হবু বর রিয়াদ রশিদকে দেখা যায়। তিনি দুবাইয়ের পাম জুমেইরাহ হোটেল অ্যান্ড রিসোর্টে উঠেছেন। খোঁজ নিয়ে জানা যায়, অবকাশ যাপন শেষে আগামী ৩ অক্টোবর দেশে ফিরবেন তারা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা দীর্ঘ সাত বছর প্রেম করে রনির সঙ্গে গত মার্চে বাগদান সেরেছেন। আগামী ডিসেম্বরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এর পর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরো সংবাদ