1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

ওবায়দুল কাদেরকে ‘সতর্ক’ করলেন ছোট ভাই কাদের মির্জা

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৬২৩ বার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এবার ‘সতর্ক’ করলেন তারই ছোট ভাই আবদুল কাদের মির্জা।

বসুরহাট পৌর নির্বাচন ঘিরে ‘সুষ্ঠু নির্বাচন, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ও আওয়ামী লীগে অপশক্তির দাপট’ নিয়ে বক্তব্য দিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়া কাদের মির্জা এবার নিজের বড় ভাই ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেছেন, ‘তাঁর (ওবায়দুল কাদের) ওপরও আমার ক্ষোভ আছে। এখানে জিততে হলে তার আমাদের লাগবে। সামনে জিততে হলে উনাকেও সতর্ক হতে হবে। এত সহজ নয়, কঠিন ব্যাপার। বউটউ (স্ত্রী) সামলাতে হবে। আর উনার সঙ্গে যারা হাঁটেন তারা কার থেকে মাসোহারা পান, সেই খোঁজখবরও নিতে হবে।’

রবিবার (১০ জানুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় দেয়া বক্তৃতায় কাদের মির্জা বড়ভাই সম্পর্কে এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘মুঠোফোনে আমাকে যুব মহিলা লীগের পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেছে। প্রশাসনকে জানিয়েছি, তারা কোনও ব্যবস্থা নেয়নি। তাহলে এই মহিলার হাত অনেক শক্তিশালী, নইলে প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন?’

কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘আমার ভাই ওবায়দুল কাদের আমার সঙ্গে নেই। কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সঙ্গে নেই। নোয়াখালী ও ফেনীর আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে। ডিসি, এসপি, নির্বাচন কর্মকর্তারাও আমার সঙ্গে নেই। আপনারা কেউ আমার সঙ্গে থাকবেন? তাহলে আমি কথা বলবো।’

এসময় ক্ষোভ প্রকাশ করে কাদের মির্জা বলেন, ‘৪৭ বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। দায়িত্বশীলতার ঘাটতি আছে, আপনি যে বললেন হানিফ সাহেব (মাহবুব উল আলম হানিফ)। আপনি দায়িত্বশীল লোক, ভদ্রলোক, আমাদের দলের নেতা। আপনার কুষ্টিয়াতে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে, আপনি কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন?’

নিজের অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমেরিকায় চিকিৎসার জন্য গিয়ে আমার দুটি টিউমার ধরা পড়েছে। সেখানে ২৪ দিন ঘরে ছিলাম। তখন আমার অনুভূতিতে আঘাত লেগেছে, আমরা কী করছি? তাই বিমানবন্দরে এসেই ঘোষণা করেছিলাম, এখন থেকে অন্যায়ের প্রতিবাদ করবো। সত্য কথা বলবো। বসুরহাট পৌর নির্বাচনকে আমি অন্যায়ের প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছি। এটাই সত্য। নির্বাচন আমার কাছে মুখ্য নয়। এভাবে চলতে দেয়া যায় না।’

নিজের বড় ভাইয়ের প্রতি দুর্বলতার কথা জানিয়ে আবদুল কাদের মির্জা বলেন, ‘আমি একটি জায়গায় দুর্বল। ওবায়দুল কাদের সাহেব অসুস্থ। তিনি মারা যাবেন, এটা বললে আমি দুর্বল হয়ে যাই। তাঁরও (ওবায়দুল কাদের) বুঝতে হবে, তিনি জাতীয় নেতা। আওয়ামী লীগের মতো দলের দুই বারের সাধারণ সম্পাদক।’

‘আমি নোয়াখালী, ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, গ্যাসের অধিকারের জন্য প্রতিবাদ করবো- কিন্তু প্রতিবাদ করলে তখন বলে, আমি নাকি পাগল’- যোগ করেন কাদের মির্জা।

এ জাতীয় আরো সংবাদ