1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৬ বার

দেশের দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (০৫ সেপ্টেম্বর) লেনদেন কমেছে। এদিন লেনদেন কমলেও উভয় বাজারে অধিকাংশ সূচক বেড়েছে।

জানা গেছে, ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) লেনদেন হয়েছিল ১ হাজার ৯৩ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৮ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএস ৩০ সূচক ১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৬ দশমিক ৮৩ পয়েন্টে এবং সিডিএসইটি সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৭৮ পয়েন্ট কমে ১ হাজার ১৪১ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে রোববার লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১৭৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার ও ইউনিটের দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৭ দশমিক শূণ্য ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১১৩ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১ দশমিক ১৭ পয়েন্টে, সিএসসিএক্স ২৫ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫০৮ দশমিক ৯০ পয়েন্টে, সিএসআই সূচক ২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৯২২ দশমিক ৬৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১২ হাজার ২৩ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১৪২টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার ও ইউনিটের দর। এদিন টাকার পরিমাণে সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫ লাখ টাকা।

এ জাতীয় আরো সংবাদ