1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

শিমুলিয়া রুটে ১১ দিন পর ফেরি চলাচল শুরু

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৯১ বার

পদ্মায় নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১১ দিন বন্ধ থাকার পর বিকল্প চ্যানেলে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৬টায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কিশোরী ও কাকলি।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল।

তিনি বলেন, ‘রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে কুমিল্লা কাঁঠালবাড়ির উদ্দেশে ফেরি ছাড়া হয়েছিলো। নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়েছে সেই ফেরিটি। তাই সোমবার সকাল থেকে এই নৌরুটে ফেরি চলবে।’

‘তবে এখন ছোট ও মাঝারি আকারের ফেরি সীমিত পরিসরে চলবে। আর রাতের বেলা ফেরি বন্ধ থাকবে’ বলেও জানান তিনি।

এদিকে ফেরি চলাচল শুরু হওয়ায় এই নৌরুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, নাব্য সংকট ও চ্যানেল বিপর্যয়ের কারণে কয়েক মাস ধরেই এই রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর মধ্যে গত ১৫ অক্টোবর দুপুর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পুরোপুরি বন্ধ ছিল ফেরি চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ে এই নৌরুটের লাখো যাত্রী।

এ জাতীয় আরো সংবাদ