1. admin@dinlipinews24.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল

দিনলিপি নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজাসহ সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং ইরাকের সশস্ত্র একাধিক গোষ্ঠীর ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েল। এরই মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল বাহিনী হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও খবর এসেছে ।

একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন শীর্ষ কর্মকতার বরাতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নতুন তথ্যের ভিত্তিতে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

সিএনএন জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া মার্কিন প্রশাসনের ভেতরেও এ নিয়ে ভিন্নতা আছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে একটি কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে।

মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, সাম্প্রতিক কয়েক মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইসরায়েলের উচ্চপর্যায়ের নেতাদের ব্যক্তিগত ও প্রকাশ্য বক্তব্য, ইসরায়েলের সামরিক যোগাযোগে গোয়েন্দা নজরদারি এবং সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণের মাধ্যমে এ গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হয় যেখানে ইরান তার ইউরেনিয়াম মজুদ পুরোপুরি সরিয়ে না নেয় তাহলে ইসরায়েলের হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে।

দুই মার্কিন সূত্রের বরাতে সিএনএন জানায়, ইসরায়েলের যেসব সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে, তার মধ্যে রয়েছে—বিমান হামলার জন্য গোলাবারুদ সরানো এবং সাম্প্রতিক একটি বিমান মহড়া সম্পন্ন করা, যা ইসরায়েল বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দেয়।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এ ছাড়া ইসরায়েলি দূতাবাস এবং প্রধানমন্ত্রীর দফতর থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এর আগে, মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকার সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সফলতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর