1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

সংসদ সদস্য পদ ছাড়লেন তাপস

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৯ বার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন শেখ ফজলে নুর তাপস।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।

এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘যারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। ঢাকা ১০ আসনের আপামর জনগণকে কৃতজ্ঞতা জানাই; যারা সবসময় অনেক ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে আমার ওপর আস্থা রেখেছেন। এলাকার মানুষ যেমন ভালোবেসেছেন, আস্থা রেখেছেন; তেমনি দক্ষিণের সব জনগণ আস্থা রাখবে বলে আমি আশা করি।’

তাপস বলেন, ঐতিহ্যবাহী পুরনো ঢাকার জন্য আমি মহাপরিকল্পনা গ্রহণ করব। আমার সংসদীয় এলাকার মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছে আমার ওপর আস্থা রেখেছে, আমি বিশ্বাস করি দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত সকল স্তরের মানুষ আমাকে সেভাবে ভালোবাসবে, তাদের সেবা করার সুযোগ দেবে এবং আমার ওপর আস্থা রাখবে। যাতে আমি উন্নত রাজধানী উপহার দিতে পারি।

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘আগেও সংবাদ মাধ্যমে বলেছি, আমি উপলব্ধি করেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের জন্য নিরলস কাজ করে চলেছেন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য দিয়েছেন, এর জন্য উন্নত রাজধানী প্রয়োজন। আমি এই সুযোগটা গ্রহণ করতে চেয়েছি।’

এ সময় উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করেন ফজলে নূর তাপস। তার কাজ দেখে অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান তাপস।

তিনি বলেন, ‘আমি পূর্ণ সময় দক্ষিণের জনগণের নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করে যাব। অনেকের মনে ক্ষোভ থাকতে পারে মনোনয়ন না পাওয়ায়। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ যাবেন না। সবার সহযোগিতা কামনা করছি।’

এ জাতীয় আরো সংবাদ