1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বুধবার, ০১ মে ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

২৮৭ প্রবাসী নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ইতালিতে

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৫৯৫ বার

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের কারণে বহু প্রবাসী বাংলাদেশে আসার পর ইতালিতে ফেরত যেতে পারেন নাই। তবে ইতালিতে লকডাউন শিথিল করার পর অনেক কর্মস্থল স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। তাই জরুরি প্রয়োজনে গতকাল শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ২৮৭ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে অবশেষে ইতালি পৌঁছেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহের খন্দকার জানান বেলা সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২৮৭ জন নিয়ে বিশেষ করে একটি ঢাকা ত্যাগ করেন।

ঢাকা টু রোম চার্টার ফ্লাইট রোমের ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে অবতরণ করলে প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারসহ জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদসহ কমিউনিটির নেতারা।

ইতালির প্রশাসনের নির্দেশ অনুযায়ী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন ঘরে থাকতে হবে।

এ জাতীয় আরো সংবাদ