1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বুধবার, ০১ মে ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীনগরে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৭২৭ বার

শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে বিবাদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, উপজেলার বালাশুর এলাকার একটি জমি নিয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ে মিস কেস দায়ের করেন ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল। মিসকেসটি চলমান অবস্থায় প্রতিপক্ষ দিদার মোড়ল সহ ৫ জন মিলে অন্যায় ভাবে তাতে ভবন নির্মাণ কাজ শুরু করে। পরে মনির হোসেন মিতুল মুন্সীগঞ্জে আদালতের দ্বারস্থ হলে আদালত ১৪৫ ধারায় দুই পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখা সহ স্থিতি অবস্থা বজায় রাখতে শ্রীনগর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। কিন্তু বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে কাজ করতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেলে তারা কিছু সময় কাজ বন্ধ রেখে পরে আবার কাজ শুরু করে। বৃহস্পতিবার দুপুরে বিবাদীরা কাজ শুরু করলে মনির হোসেন মিটুল তার সহকারীকে নিয়ে সেখানে উপস্থিত হয়। এসময় তার সহকারী পুলিশকে দেখানোর জন্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকলে স্থানীয় যুবলীগ নেতা ইমদাদুল হক সুইট দুটি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। পরে সুইট মোবাইল ফোন দুটি ফেরত দেয়।

শ্রীনগর থানা পুলিশ জানায়, এই ব্যাপারে মনির হোসেন মিটুল থানায় কারো বিরুদ্ধে অভিযোগ করেনি।

এ জাতীয় আরো সংবাদ