1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ৫-১১ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২১৯ বার

যুক্তরাষ্ট্রের ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

এ সপ্তাহেই মার্কিন শিশুরা টিকা পেতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) এফডিএ এ অনুমোদন দিয়েছে।
এর ফলে দুই কোটি ৮০ লাখ মার্কিন শিশু টিকার আওতায় আসবে, যাদের অনেকেই ইতিমধ্যে স্কুলে যাচ্ছে।

গত মঙ্গলবার পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজার-বায়োএনটেক টিকা প্রয়োগের সুপারিশ করেছিল মার্কিন সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল। এ নিয়ে ভোট হয় দেশটির করোনা বিষয়ক অ্যাডভাইজরি কমিটিতে। তাতে এই টিকাদান কার্যক্রমের পক্ষে ১৭ ভোট পড়ে। বিপক্ষে ছিল না কেউই।

এখন পর্যন্ত চীন, কিউবা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ এই বয়সী শিশুদের জন্য টিকার অনুমোদন দিয়েছে।

অল্প বয়সীদের জন্য ফাইজার টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ অনুমোদন করেছে এফডিএ। যদিও ১২ বছর বা তার বেশি বয়সীদেরকে ৩০ গ্রাম ডোজের ফাইজারের টিকা দেয়া হয়।
গত মঙ্গলবারে এফডিএ’র কাছে ফাইজার তাদের এক প্রতিবেদনে দেখিয়েছে, তাদের টিকা শিশুদের মধ্যে করোনার লক্ষণযুক্ত অসুস্থতার ৯১ শতাংশ প্রতিরোধ করতে পেরেছে। এমনকি ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও এ টিকা বেশ ভালো ফল দিয়েছে বলে জানিয়েছে ফাইজার। -রয়টার্স

এ জাতীয় আরো সংবাদ