1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

সিরাজদিখানে ক্রিকেট পোকা প্রিমিয়ার লীগের সিজন-২ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদ রোমান হাওলাদার
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ১২৮ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ক্রিকেট পোকা প্রিমিয়ার লীগের সিজন-২ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

অরাজনৈতিক ও সমাজ সেবা মূলক সামাজিক সংগঠন ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের আয়োজনে আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ১৪ ওভারের উক্ত ফাইনাল খেলায় ‘লয়ার টাইট্যান্স’ বনাম ‘ধলেশ্বরি সুপার জায়ান্টস’ নামে দুটি দল অংশ গ্রহণ করে।

টসে জিতে স্বেচ্ছায় ফিল্ডিং বেছে নেয় লয়ার টাইট্যান্স এবং  ব্যাটিং-এ নেমে ‘ধলেশ্বরি সুপার জায়ান্টস’ ১৪.০ ওভারে ২২১ রান সংগ্রহ করে। ‘লয়ার টাইট্যান্স’ ২২২ রানের টার্গেট নিয়ে ব্যাট-এ নেমে ১৪ ওভার খেলে সংগ্রহ করে ১৮৩ রান।। ২৮ রানে ‘লয়ার টাইট্যান্স’ দলকে হারিয়ে ‘ধলেশ্বরি সুপার জায়ান্টস’ চ্যাম্পিয়ন হয়।

ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল আলম তানভীর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রকিবুল হাসান, কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, কেয়াইন ইউনিয়নের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাসেল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু প্রমূখ।

উল্লেখ্য, ক্রিকেট পোকা প্রিমিয়ার লীগের সেরা দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও রানারআপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

এ জাতীয় আরো সংবাদ