মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা কেন্দ্রীয় সময়বায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজদিখান ইউসিসিএ লিমিটেডের সভাপতি শেখ তাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতানের সঞ্চালনায় কেন্দ্রীয় সময়বায় সমিতি লিমিটেডের ৪৬ তম সাধারণ সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল আলম তানভীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন।
সভায় শেখ তাজুল ইসলাম পিন্টু সভাপতির বক্তব্যে বলেন, সমবায় মানে হলো একটি সমন্বিত শক্তি। দশ জন মিলে একতাবদ্ধ হয়ে কাজ করা। এখানে যারা কষ্ট ভোগ করবে তারাই লাভের ফল ভোগ করবে। বর্তমান সরকারের দূরদর্শিতা এবং সঠিক নেতৃত্বের ফলে গত এক দশকে বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলে যাচ্ছে। আমাদের দেশও কৃষি নির্ভরতার পাশাপাশি শিল্প নির্ভরতার দিকেও এগিয়ে যাচ্ছে। যে কোন কাজে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সমবায়ীদের প্রশিক্ষণের মাধ্যমে আরো বেশি দক্ষ করে তুলতে হবে।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শোয়াইব হোসেন।