মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় পিছিয়ে পরা জনগণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এ বছর ও ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকালে সংগঠনের কার্যালয় থেকে এ সামগ্রী বিতরণ করা হয়। মালখানগর ইউনিয়নের প্রায় ৬’শ টি পিছিয়ে পরা পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খান, বিশিষ্ট সংগঠক রাজু আহম্মেদ। ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সংগঠন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে প্রতি বছরই পবিত্র ঈদুল ফিতর এর পূর্বে সমাজের পিছিয়ে পরা জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে এই সামাজিক সংগঠনটি। #