1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনার জার্সি খুলে রাখছেন ডি মারিয়া

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৪৩ বার

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড বলেছেন, ‘এবারের বিশ্বকাপের পর আমার সময় শেষ হয়ে যাবে। বর্তমানে অনেক তরুণ রয়েছেন যাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা রয়েছে। তারা অনেক ভাল খেলছে। এখন তাদের সময় নিজেদের যোগ্যতা প্রমানের।’

তরুণদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা জাতীয় দলে এবং ক্লাব পর্যায়ে দারুণ পারফর্ম করছে। তাদের এমন পারফরম্যান্স দেখার পরও আমার জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়াটা কিছুটা হয়তো স্বার্থপর মনে হতে পারে। আমি তো অনেক বছর ধরেই খেলেছি, যা চেয়েছিলাম তা অর্জন করতেও পেরেছি। বিশ্বকাপ আসন্ন, আমি সেখানে যেতে চাই। এরপর আমি নিশ্চিতভাবেই জাতীয় দল থেকে সরে যাব।’
২০০৮ সালে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় ডি মারিয়ার। আকাশী-সাদার জার্সি গায়ে মাঠে নেমেছেন ১২১ ম্যাচে, ২৪ টি আন্তর্জাতিক গোলও আছে তার নামের পাশে। আলবিসেলেস্তেদের হয়ে অংশ নিয়েছেন তিনটি বিশ্বকাপ ও ছয়টি কোপা আমেরিকার আসরে। এর আগে বেশ কয়েকবার জাতীয় দল থেকে অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেও এবার সেটিকে একবারে নিশ্চিতভাবেই জানিয়ে দিলেন আর্জেন্টাইন এই তারকা।

আর্জেন্টিনার হয়ে ডি মারিয়ার সবচেয়ে বড় অর্জন কোপা আমেরিকা জয়। গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় মঞ্চের ফাইনালে স্বাগতিক দলকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। রদ্রিগো ডি পলের অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেন ডি মারিয়া। এর আগে দেশের হয়ে ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন এই প্রতিভাবান খেলোয়াড়।

এ জাতীয় আরো সংবাদ