মুন্সিগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৪ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব দল বনাম তেঘুরিয়া যুব সংঘ দলের মধ্যেকার ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৬০ মিনিটের ফুটবল টুর্নামেন্ট ০৩-০৩ গোলে দু-দলের মধ্যে ড্র হয়। পরে ট্রাইবেকারে ০৭-০৮ গোলে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব দলকে হারিয়ে তেঘুরিয়া যুব সংঘ দল জয় লাভ করে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের সভাপতি মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে ও কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলীর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামের ২য় সেমিফাইনালের শুভ উদ্বোধন করেন আজকের খেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তফিজুর রহমান রিফাত, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহিদুর রহমান খান, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক, বিক্রমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম সর্দার, বড়বর্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান ভূইয়া প্রমূখ।