জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জের অর্ন্তগত ঐতিহ্যবাহী কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত কলসকাঠীবাসীর সংগঠন ‘ঢাকাস্থ কলসকাঠী ঐক্য পরিষদ’ এর উদ্যোগে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং ইফতার ও সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) ঢাকার মধ্য বাড্ডার মধু মিলন রেষ্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
আবদুল হক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন কলসকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার।
সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রায় ৩০০ সদস্যর অংশগ্রহণে ৫ ব্যক্তিকে নির্বাচন কমিশন হিসেবে মনোনিত করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ৯নং কলসকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না ও সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার, আবদুল হক হাওলাদার, মাইনুল ইসলাম, হারুন অর রশিদ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। উক্ত কমিশন সর্বসম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বাবুল হাওলাদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আল আমিন সিদ্দিকী।
এ ছাড়াও সহ-সভাপতি জহির রায়হান, তপন কুমার গনপতি, মনির হোসেন মোল্লা, হাবিবুর রহমান, ফোরকান হাওলাদার, মো. খোকন, মো. জাহাঙ্গির হোসেন, বিমল কৃষ্ণ পাল, শহিদুল ইসলাম, মো. কামাল এবং যুগ্ন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, আ. রাজ্জাক মোল্লা তুহিন, সঞ্জয় কুমার দাস, আবদুল্লাহ আল মামুন, মো. রুহুল আমিন সুমন।
অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মনজিল হোসেন, সহ অর্থ সম্পাদক মো. মামুন সিকদার ও সাংগঠনিক সম্পাদক মো. মাওলা মাহবুব, দপ্তর সম্পাদক তানভিরুল মহসিন, সহ-দপ্তর সম্পাদক খন্দকার আজাদ, প্রচার সম্পাদক মো. শাহিন সিকদার, সহ-প্রচার সম্পাদক মো. আল আমিন খান সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার মারুফ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তুবা, আইন বিষয়ক সম্পাদক মো. রকিম হাওলাদার, সমাজ কল্যান সম্পাদক মো. শহিদুল ইসলাম সিকদার, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো: সজল মীর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোলায়মান সিকদার ও বিশ্বজিৎ সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আ. রহমান সিকদার, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সমিনুর সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার, ক্রীড়া সম্পাদক মো. কামরুল, সহ-ক্রীড়া সম্পাদক মো. বায়েজিদ হাওলাদার, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. অরুনধুতী সিমু, সাংস্কৃতিক সম্পাদক রনি মিনা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. সুমন হাওলাদার নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী পদে সদস্য হিসেবে আছেন মো. ফেরদাউস হাং, মোর্শেদ তালুকদার, মো. তরিকুল ইসলাম, মো. আরিফ শরিফ, মো. কামাল খান, মো: শফিক খান, মো. ইমন তালুকদার, মো. রবিন তালুকদার, মো. হাসিব শরিফ ও মো. মেহেদী হাসান।