যুক্তরাষ্ট্রে যাওয়াটা নতুন কিছু নয় শাকিব খানের জন্য। মাঝে মাঝেই জো বাইডেনের দেশটিতে যান তিনি। তবে খামোখা না। কাজের প্রয়োজনেই ছুটে যেতে হয়। এই যেমন গত শুক্রবার দেশটির উদ্দেশে বিমানে চেপে বসেন কিং খান। এ খব শুনে যারা ভাবছিলেন হঠাৎ যুক্তরাষ্ট্রে কেন এ তারকা। তাদের প্রশ্নের উত্তর, রাজকুমার সিনেমার বাকি কাজটুকু শেষ করতেই দেশটিতে গেছেন শাকিব।
জানা গেছে, গেল শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে এমিরেটস এয়ারলাইন্স ফার্স্ট ক্লাসের ফ্লাইটে চড়ে ঢাকা ত্যাগ করেন তিনি। শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শাকিব খান। ছবির পরিচালক হিমেল আশরাফও সঙ্গে ছিলেন।
এ প্রসঙ্গে হিমেল আশরাফ জানান, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবে পুরো ইউনিট। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ শুটিং চলবে। যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।
এ ছবিতে শাকিবের নায়িকা কোর্টনি কফি, যিনি মার্কিন নাগরিক। এরইমধ্যে বাংলাদেহস ও ভারতে এসে ‘রাজকুমার’র শুটিং করে গেছেন তিনি। এবার তার দেশে বসেছে ছবিটির সেট। যেখগানেও অংশ নিতে উড়ে গেলেন কিং খান।
ঈদুল ফিতরে বাংলাদেশসহ আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের আরও কয়েকটি দেশে একযোগে মুক্তি দেওয়ার কথা ‘রাজকুমার’। ছবিটি প্রযোজনা করছেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান।