1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
রবিবার, ২১ জুলাই ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চার দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী বাকেরগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন আ’লীগ নেত্রী রাফির উপহার পেয়ে আবেগাপ্লুত তমা ক্ষুধা মেটেনি রিয়াল সভাপতির, নজর ১৬তম শিরোপায় আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি : প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলেন আজিজ এমপি আনারের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ৬ মাসে ১ দিন কিংবা সাপ্তাহে ১ দিন নয়,২৪ ঘন্টা আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই-মঈনুল হাসান নাহিদ! সিরাজদিখানে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম বাবুল এর ঈদের শুভেচ্ছা বিনিময়

সিরাজদিখানে চাপাতির ভয় দেখিয়ে মোবাইল ছিনতাই, ছাত্রলীগ সভাপতির ভাইসহ গ্রেফতার-৪

মোহাম্মদ রোমান হাওলাদার
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গত বৃহস্পতিবার রাতে চাপাতির ভয় দেখিয়ে ডাকাতির কায়দায় অয়ন আজাদ চন্দন নামে এক যুবকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। এ সময় ছিনতায়ে ব্যবহৃত স্টিলের ধারালো একটি চাপাতি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিক্রমপুর কে.বি সরকারী কলেজ কোয়ার্টারের বাসিন্দা সাইদুর রহমানের ছেলে প্রীতম (১৮), পশ্চিম শিয়ালদি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ জিহাদ শেখ (২০), চম্পকদি গ্রামের মৃত মৃদুল শেখের ছেলে ফাহিম শেখ (২০) ও ইছাপুরা গ্রামের ইরাজ মল্লিকের ছেলে ও বিক্রমপুর কে.বি সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদীর ছোট ভাই জুনায়েদ আহমেদ তামিম (১৯)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চাপাতির ভয় দেখিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। গত শুক্রবার সকালে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৯ ফেব্রুয়ারী সোমবার রাত অনুমান সাড়ে ৮ টার দিকে উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে বিক্রমপুর কে.বি সরকারী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী অয়ন আজাদ চন্দনকে ফোন করে আসামী সাইফ রহমান প্রিতম ও তার ভাই আবির ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনে ডেকে নেয়। অয়ন সেখানে গিয়ে দেখে সেখানে আরো ৭জন অবস্থান করছে। এসময় অয়ন আজাদ চন্দনকে তারা নেষা করার মিথ্যা অপবাদ দিয়ে চর থাপ্পর মারতে থাকে এবং এক পর্যায়ে ধারালো চাপাতি দেখিয়ে তার ব্যবহৃত কালো রঙের আইফোন ১৪ প্রোম্যাক্স ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ জানালেও অদৃশ্য কারণে অভিযোগের বাদী মামলা দায়েরে অস্বীকৃতি জানায়। পরে সিরাজদিখান থানার এসআই মোঃ মনোয়ার হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনসহ মোট ৮ জনকে আসামী করে একটি ছিনতাই মামলা দায়ের করেন। যার নং-১৮। এ ব্যপারে সিরাজদিখান থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম সুমন মুঠোফোনে বলেন, চাপাতির ভয় দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরো সংবাদ