1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:

গাজীপুরে বিগবস কারখানায় আগুন দিলেন শ্রমিকরা

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০ বার

গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বিগ বস নামে একটি কারখানায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বিগবস কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তারা সড়কও অবরোধ করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে এক দল বিক্ষুব্ধ শ্রমিক বিগবস কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগ বস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসেন। ফের কাশিমপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

এ জাতীয় আরো সংবাদ