মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। তাদের নিয়ে আসা জাহাজে ফেরত যাচ্ছেন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১২৩ বিজিপি ও সেনা সদস্য। রোববার (২৯ সেপ্টেম্বর) পৌনে ১২টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি।
একই সময়ে মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করা ৮৫ বাংলাদেশি ফেরত আসে। এর মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, তিন জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। তারা কক্সবাজার, রাঙামাটিসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। বন্দী বিনিময় চুক্তিতে এখন পর্যন্ত বাংলাদেশে ফেরত এসেছে ৩০৩ জন।
এদিকে চলমান সংঘাতে বাংলাদেশে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছিল ৮৭৫ জন বিজিপি সদস্য। সেখান থেকে গত ৩ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য মৃত্যুবরণ করেন। পরে দেশটির দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে রামু সীমা বিহারে মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়।
রোববার হস্তান্তরের সময় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।