শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম বাদী হয়ে মামলাটি করেন। এরপর দুপুর দেড়টার দিকে মামলার শুনানি হলেও পরে আদেশের জন্য রাখা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (১০ নভেম্বর) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আলোচনাকালে শহীদ নূর হোসেনকে ইয়াবা ও ফেন্সিডিল খোর বলে কটূক্তি করেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এ ঘটনায় তীব্র সমালোচনার প্রেক্ষিতে বুধবার জাতীয় সংসদেও ক্ষমা প্রার্থনা করেন তিনি।