দুদকের মামলায় এবার ৬ দিনের রিমান্ডে সম্রাটযুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৭ নভেম্বর) শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে এ মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।