দেশের ক্যাসিনো কাণ্ডের ঘটনা সকলেরই জানা। এবার এই নামে সিনেমা নির্মাণ করছেন নির্মাতা সৈকত নাসির। ‘ক্যাসিনো’ সিনেমা জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা চিত্রনায়ক নিরব ও শবনম বুবলী।
২০১৬ সালে নায়িকা হিসেবে সামনে আসেন শবনম বুবলী। তিন বছরে ৯টি ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রতিটি ছবিতেই তার নায়ক শাকিব খান। এই প্রথম শাকিব ছাড়া অন্য নায়কের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী। ক্যাসিনোর চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ।
ইতোমধ্যে বুবলী ও নিরব দুজনই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যায় নিরব বিষয়টি নিশ্চিত করেছেন।
চিত্রনায়ক নিরব বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। দেশের ভেতরে প্রবাহমান একটি বিষয়কে বেছে নেয়া হয়েছে গল্পের মূল হিসেবে। নানা চমক থাকছে গল্পে। ভালো একটি ছবি হতে যাচ্ছে এ কথা নিশ্চিত করে বলতে পারি।’
ক্যাসিনো ছবির পোস্টার প্রকাশ করেছেন সৈকত নাসির। পোস্টার ডিজাইন করেছেন সাকিব সৌখিন।
নিরব সর্বশেষ ‘আব্বাস’ সিনেমায় অভিনয় করেছেন। এবার ক্যাসিনো চমকের অপেক্ষায়। সিনেমাটিতে আরও অভিনয় করবেন তাসকিন রহমান।
সূত্র: জাগোনিউজ