1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
  4. rj.nazmul2500@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ০৩:৫৭ পূর্বাহ্ন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সম্রাট, নেয়া যায়নি রিমান্ডে

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ১৮২ বার

‘বুকে ব্যথা ও শ্বাসকষ্ট’ নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রিমান্ডে রয়েছেন তিনি।

রোববর থেকে তাকে দুদকে হেফাজতে নেয়ার নেয়ার কথা ছিল। তবে অসুস্থ হওয়ায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ পিছিয়ে গেল।

জানা গেছে, শনিবার বিকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা সম্রাট অসুস্থ বোধ করলে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে স্থানান্তর করা হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বুকে ব্যথা অনুভব করার কথা বললে সম্রাটকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কার্ডিয়াক সমস্যা নিয়ে সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ