1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:

বিয়ে করলে সালমানকেই করব: অনন্যা

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৬ বার

বলিউডের কাঙ্ক্ষিত ব্যাচেলর ৫৩ বছর বয়সী সালমান খানকে বিয়ে করতে চান প্রখ্যাত অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে (২১)।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমানকে ভীষণ পছন্দ করেন অনন্যা। এমনকি স্বামী হিসেবেও তাকে পেতে চান। সালমার ছাড়া ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে নারাজ এই অভিনেত্রী। প্রেমের ক্ষেত্রেও সালমানকেই চান তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘পতি পত্নী অউর ওহ’-এর প্রচারে হাজির হয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান, অভিনেত্রী অনন্যা পান্ডে ও ভূমি পেড়নেকার।

সেখানে অনন্যার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে স্বামী হিসেবে কাকে দেখতে চান, জবাবে অনন্যা জানান, স্বামী হিসেবে সালমান খানকে পছন্দ তার। এমনকি ভালোবাসার মানুষ হিসেবেও সালমানকে চান তিনি।

জানা গেছে, চলতি বছর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে অভিষেক হয় শক্তিমান অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে।

ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি। তবে অনন্যার অভিনয় নজর কাড়ে সবার। আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে অনন্যা অভিনীত ‘পতি পত্নী অউর ওহ’ ছবিটি।

এ জাতীয় আরো সংবাদ