প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
সালমান ও ক্যাটরিনা বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে আজই ঢাকায় আসেন।
মিরপুরে রোববার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সংগীত পরিবেশন করেন ব্যান্ডদল জেমস। এরপর মঞ্চ মাতান ভারতের সংগীত শিল্পী সনু নিগাম। সনু নিগামের পারফরম্যান্সের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন দুজন। এ সময় প্রত্যেককেই ছিলেন হাস্যোজ্জ্বল।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেলকেও এ সময়ে দেখা গেছে।
রাত সাড়ে নয়টার পর ক্যাটরিনা স্টেজে উঠবেন। ৩০ মিনিট পারফর্ম করার কথা রয়েছে তার। ১০টায় মঞ্চে উঠবেন সালমান খান। সালমান খান ২০ মিনিট পারফর্ম করবেন। এরপর হবে সালমান-ক্যাটরিনার যৌথ পারফরম্যান্স।