বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতিমধ্যে তিন দিনের খেলা শেষে হয়েছে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই দুটি ম্যাচ খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে শনিবার থেকে মাঠে ফিরছেন জাতীয় দলের এ তারকা অলরাউন্ডার।
সবশেষ ভারত সফরে কলকাতার ইডেন গার্ডেনে দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মাহমুদউল্লাহ। সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ অধিনায়ক।
শনিবার রংপুর রেঞ্জার্সের বিপক্ষে দলের তৃতীয় ম্যাচে দেখা যাবে জাতীয় দলের এই সিনিয়র ক্রিকেটারকে। শুক্রবার চট্টগ্রামের দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রায় তিন সপ্তাহ পর আবারও মাঠে নামবেন মাহমুদউল্লাহ। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, মাহমুদউল্লাহ ফিট। তিনি খেলতে পারবেন।
শনিবার রংপুরের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম। প্রথম দুই ম্যাচে মাহমুদউদল্লাহ রিয়াদরে পরিবর্তে চট্টগ্রামকে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ এমরিট। বঙ্গবন্ধু বিপিএলে প্রথম দুই ম্যাচে একটিতে জয় আর অন্যটিতে হেরে যায় চট্টগ্রাম।
সূত্র : যুগান্তর