চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় মেরামত সংস্কার এবং এডুকেশন ইন ইমার্জেন্সি খাতে বরাদ্দের নিমিত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রেরণের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
নির্দেশনা বলা হয়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় মেরামত সংস্কার এবং এডুকেশন ইন ইমার্জেন্সি খাতে বরাদ্দের নিমিত্ত দেশের সকল জেলা হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে মেরামত সংস্কার এবং এডুকেশন ইন ইমার্জেন্সি খাতে কোন জেলা হতে সরকারি প্রাথমিক বিদ্যালয় তালিকা প্রেরণ করা হলে চাহিদা নেই মর্মে গণ্য হবে।