1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

আলু ক্ষেতে মিলল যুবকের লাশ

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৫৫৯ বার

বগুড়ার কাহালু উপজেলায় আলু ক্ষেত থেকে আলম মন্ডল (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় কাঠমিস্ত্রী।

শুক্রবার সকালে কাহালু থানা পুলিশ বীরকেদার ইউনিয়নের জাঙ্গালপাড়া মাঠের আলু ক্ষেত থেকে যুবকের লাশটি উদ্ধার কর। আলম মন্ডল শিবগঞ্জ উপজেলার নলডুবি মধ্যপাড়া গ্রামের লাল চাঁন মন্ডলের ছেলে।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মাসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা জানান, কাঠমিস্ত্রী আলম মন্ডল কাজ সেরে দুপচাঁচিয়া থেকে রাত ৯দিকে বাড়ি ফেরার পথে কে বা কাহা তাকে হত্যা করে পালিয়ে যায়। আলম মন্ডলের বুকের ডান দিকে ও পিঠের বাম দিকে ধাঁরালো অস্ত্র দিয়ে আঘাতের দাগ রয়েছে এবং গলায় লুঙ্গি দিয়ে ফাঁস দেওয়ার দাগও রয়েছে।

এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

 

এ জাতীয় আরো সংবাদ