1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন

সন্তানদের নিয়ে নদী পার হওয়া বাবা কুমিরের ছবি ভাইরাল

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯০২ বার

পিঠে নিজের একপাল সন্তান নিয়ে নদী পার করছে একটি কুমির। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হতে দেখা গেছে।

ছবিতে বাবা কুমিরটিকে তার সন্তানদের পিঠে করে পানির ঢেউ থেকে রক্ষা করে তীরে পৌঁছে নিয়ে যেতে দেখা গেছে।

এই বাবা কুমিরের দায়িত্ব পালনের ঘটনা নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আইএফএস কর্মকর্তা প্রবীণ কাসওয়ান।

ওই ছবিটি শেয়ার করে ক্যাপশনে প্রবীণ কাসওয়ান লিখেছেন, সবচেয়ে সতর্ক এবং সেরা বাবা। ধৃতিমান মুখোপাধ্যায়ের তোলা ওই ছবিতে দেখা গেছে সন্তানদের নিয়ে চাম্বল নদী পার হচ্ছিল ওই কুমিরটি।

প্রবীণ কাসওয়ান আরও জানিয়েছে, আমাদের সংরক্ষণের চেষ্টাকে এ প্রজাতি বজায় রাখছে এভাবেই। আমরা যখন নদী সংরক্ষণের কথা বলি তখন আমরা এ প্রজাতির ভবিষ্যতের কথাও বলি।

এ ছবিটি অনেকেই টুইটারে শেয়ার করেছেন। লাইক করেছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। আর এতে মন্তব্য করেছেন এক হাজারেরও বেশি নেটিজেন। এ পোস্টে সবাই বাহবা দিয়ে কুমিরটিকে দায়িত্ববান বাবা হিসেবে বর্ণনা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, একজন দায়িত্বশীল বাবা … এ ছবিটি মানুষকে অনেক কিছু শেখাচ্ছে। অন্য একজন লিখেছেন, এই ছবিটি সত্যিই খুব সুন্দর।

এ জাতীয় আরো সংবাদ