1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
অস্ট্রেলিয়ায় আ’লীগ নেতা চুন্নুর শোক সভা ও শহীদ দিবসের আলোচনা অনুষ্ঠান জানুয়ারিতে সড়কে ঝরেছে ৫৮৫ প্রাণ অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা সিরাজদিখানে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে ভ্রাম্যমান লাইব্রেরী, দেখার কেউ নেউ! জনস্বার্থে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে সাংবাদিকের উপর হামলা! তৃণমূল সাংবাদিক মহল ক্ষুব্ধ। সিরাজদিখানে শেখ সাহেব খ্যাত রশিদ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা! সিরাজদিখানে লাউ গাছ কেটে কৃষকের ক্ষতি সাধনের অভিযোগ! শেখ সাহেব খ্যাত রশিদ মাস্টারের ১৭ তম মৃত্যু বার্ষিকী আজ বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার! ফাইনালের আগে মেসিকে ছেলের আবেগঘন চিঠি!

চশমা থেকেও হতে পারে করোনা সংক্রমণ, কী করবেন

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৯০১ বার

চশমা ও কন্ট্যাক্ট লেন্স ব্যবহারেও করোনাভাইরাসের সংক্রমণ হতে পারে। তাই যারা এসব ব্যবহার করছেন তাদের উচিত নিয়মিত তা সাবান-পানি দিয়ে পরিষ্কার করা।

করোনার সংক্রমণ রোধে সাবান-পানি দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, চোখে-নাকে হাত না দেয়ার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ করোনার জীবাণু লেগে থাকা হাত দিয়ে চোখ ও নাক স্পর্শ করলে এই ভাইরাস দ্রুত শ্বাসনালীতে ছড়িয়ে পড়ে।

চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’ যেহেতু হাতে ব্যবহার হয়ে থাকে তাই হাত পরিষ্কার থাকলে নিশ্চিন্তে এসব ব্যবহার করতে পারেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’রও পর্যাপ্ত যত্ন নেওয়া জরুরি।

নতুন একটি গবেষণায় করোনার প্রকোপের মাঝে চোখের সুস্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এতে বিশেষ নজর ছিল ‘কন্ট্যাক্ট লেন্স’র নিরাপদ ব্যবহারের দিকে।

গবেষণা দলের প্রধান কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র লিন্ডন জোনস বলেন, এই পরিস্থিতিতেও ‘কন্ট্যাক্ট লেন্স’ ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। তবে সেজন্য হাত পরিষ্কার রাখতে হবে।

তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ‘কন্ট্যাক্ট লেন্স’য়ের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’ নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। তাই চক্ষু চিকিৎসকরা যাতে রোগীকে সঠিক এবং সময়োপযোগী পরামর্শ দিতে পারেন তা আমরা নিশ্চিত কররো।

কী করবেন?

চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’ ব্যবহারকারীদের সঠিক তথ্য জানানোর জন্য ‘কন্ট্যাক্ট লেন্স অ্যান্ড অ্যান্টেরিয়র আই’ শীর্ষক জার্নালে চক্ষু চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করা হয়।

এতে বলা হয়, যারা ‘কন্ট্যাক্ট লেন্স’ কিংবা চশমা ব্যবহার করেন তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি- এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে।

যারা ‘কন্ট্যাক্ট লেন্স’বা চশমা পরছেন তাদের উচিত নিয়মিত তা সাবান-পানি দিয়ে ধোয়া। এছাড়া হাত দিয়ে নাক, মুখ এবং চোখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।

এ জাতীয় আরো সংবাদ