রাষ্ট্রায়ত্ত চার প্রতিষ্ঠান- পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের জন্য ৫০০ কোটি করে মোট দুই হাজার কোটি টাকার তহবিল প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাভাইরাস (কভিড-১৯) সঙ্কটে প্রবাসী, কর্মহীন বেকার ও গ্রামের মানুষকে ঋণ সহায়তা যোগাতে এই তহবিল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে এই নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এটি সরকারের ঘোষিত ১৮তম প্রণোদনা প্যাকেজ। এ পর্যন্ত সব মিলিয়ে মোট ১ লাখ ১ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলো।
অনুষ্ঠানে মহামারীতে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আড়াই হাজার টাকা করে এককালীন নগদ সহায়তার কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্নাতক ও সমমানের ২০১৯ সালের শিক্ষা উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।
সূত্র : দেশ রূপান্তর