নেত্রকোনার বারোহাট্টা উপজেলার দশাল এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন জেলে রাতে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তারা রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় ওই লাইনে একটি ট্রেন এলে এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনে এ ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায়নি।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা জেলে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।