সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২২ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি একথা বলেন। এসময় মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জের তিনটি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস রোধে সবাইকে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন- ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের আরেকটি ধাক্কা আসছে, সে ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন- পাদ্মাসেতুর নির্মাণকাজ সম্পন্ন হলে ব্যাপক উন্নয়ন ঘটবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার, অর্থনৈতিক কর্মকাণ্ডেও আসবে নতুন গতি।