1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

ক্যাম্প ন্যুতে জুভেন্টাসের জয়

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৫ বার
bar-juv

গ্রুপ পর্বে টানা পাঁচ জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হারের স্বাদ পেল বার্সেলোনা। মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুতে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হেরেছে কাতালানরা।

জুভেন্টাসের হয়ে রোনালদো দুই পেনাল্টি থেকে জোড়া গোল করেন; অন্য গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি।

ম্যাচের ১৩ মিনিটের মাথায় বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া রোনালদোকে ফাউল করে বসেন ডিফেন্ডার আরাহো। পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিতীয়বার ভাবতে হয়নি রেফারিকে। গোলরক্ষককে বোকা বানিয়ে সোজাসুজি শটে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষে এই প্রথম জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

প্রথমার্ধের ২০ মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাককেনি। ডান দিক থেকে কুয়াদরাদোর ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে শরীর পুরো শূন্যে ভাসিয়ে ডান পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে বার্সেলোনার ডি-বক্সে ডিফেন্ডার ক্লেমোঁ লংলের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবার জোরালো কোনাকুনি শটে গোলটি করেন চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড গোলদাতা। প্রতিযোগিতায় তার মোট গোল হলো ১৩৪টি।

৬ ম্যাচে ৫ জয়ে ইউভেন্তুসের পয়েন্ট ১৫। নকআউট পর্বে তাদের সঙ্গী বার্সেলোনার পয়েন্টও ১৫।

এ জাতীয় আরো সংবাদ