ক্রিকেটার সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ আহমেদ (৭২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুরে যুক্তরাষ্ট্রে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন অনেক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার মারাত্মক অসুস্থতার খবর শুনে জরুরি ভিত্তিতে গতকাল গভীর রাতে যুক্তরাষ্ট্রে রওনা দেন সাকিব আল হাসান। কিন্তু দুর্ভাগ্য যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই পান দুঃসংবাদ।
উল্লেখ্য, শ্বশুরের মৃত্যুর দুই দিন আগেও আরেকটি দুঃসংবাদ পেয়েছেন সাকিব আল হাসান। এর আগে, গত সোমবার তার ফুফা ওমর আলী (৬৬) ইন্তেকাল করেন। তাকে মাগুরায় দাফন করা হয়েছে।