আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাকেরগঞ্জের কলসকাঠী ডিগ্রী কলেজ মাঠে শুরু হয়েছে সোবাহান তালুকদার প্রিমিয়ার ক্রিকেট লিগের। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল দশটায় নয় দলীয় টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধন হয়।
কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুস সালাম তালুকদার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, উদ্বোধনী খেলায় সাদিস কিং বনাম ঢাপরকাঠী রং পেন্সিল অংশগ্রহণ করেন। খেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না। কলসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক নেসার খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সালে বসির, সাবেক ইউ পি সদস্য সাধন গাঙ্গুলী,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল গাজী, সাধারন সম্পাদক হাবিব খান।
যাদের পরিশ্রম ও সহযোগিতায় এত বড় আয়োজনের আলোর মুখ দেখল, মিশেল আল-সাদিক আহবায়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি, তাকে সহযোগীতা করার জন্য এগিয়ে আসা মানুষগুলো, আব্দুল্লাহ আল মামুন মিনি, মেজবাউর রহমান, সুজয় বিশ্বাস, মেহেদী হাসান রনি, রহিম মোল্লা, মাসুদ হাওলাদার, রাশেদুল হাসান রুবেল, রিয়াজ হাওলাদার, তাপস, জুয়েল আল মামুন, শাহরিয়ার নাফিজ, নাবিল, শাহীন মোল্লা। আজকের খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল মামুন মিনি ও মাসুদ হাওলাদার। ধারাবিবরনীতে ছিলেন জুয়েল মীর।