জয় দিয়ে সোবাহান তালুকদার প্রিমিয়ার লিগে (এসটিপিএল) শুভ সূচনা করেছে নবীন একাদশ। নিজেদের প্রথম ম্যাচে আশরাফ-মিনারা একাদশকে ৩৬ রানে হারিয়েছে নবীন একাদশ।
শুক্রবার (১ জানুয়ারী) কলসকাঠী ডিগ্রী কলেজ মাঠে আগে ব্যাট করে দিপ্ত পালের সর্বোচ্চ ৪৫ ও অভিষেক নন্দির ২৬ রানে ৭ উইকেটে ১৫২ রান করে নবীন একাদশ। জবাবে সব উইকেট হারিয়ে ১১২ রানে থেমে যায় আশরাফ-মিনারার ইনিংস।
১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নবীন একাদশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি আশরাফ-মিনারা একাদশ। ইমো ইসলাম ও কাজল ছাড়া কোনো ব্যাটসম্যান রানের দেখা পাননি।
ইমো ইসলাম ৪৩ রান করেন। এছাড়া কাজলের ব্যাট থেকে আসে ১৮ রান। নবীন একাদশের মানিক, শাহীন ও সোহেল ২টি এবং দিপ্ত পাল ৩টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন নবীন একাদশের দিপ্ত পাল।