সোবাহান তালুকদার প্রিমিয়ার লিগে (এসটিপিএল) নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি নবীন দলের আইকন আহমেদ রুবেল। দীর্ঘদিন ধরে ক্রিকেটে তার ফর্ম খরা যাচ্ছিল। কখনো ব্যাটিংয়ে কখনো বোলিংয়ে ব্যর্থতার কারণে নিজের নামের আলোটা ছড়াতে পারছিলেন না।
বুধবারের জয়সহ টানা দুটি জয় পেয়েছে তারা। বিনা উইকেটে ১৩০ থেকে নবীনের স্কোর হয় ৫ উইকেটে ২৬৮ এবং এটাই এই আসরের সর্বোচ্চ রান। আর এটি হয়েছে মূলত অভিষেক নন্দি ও দিপ্ত পালের কারণে। আইপিএলের ছন্দ প্রিমিয়ার লিগেও নিয়ে এসেছেন নবীনের এই মারকুটে ক্ষুদে ব্যাটসম্যান। সাইফুল (৪২), সিরাজ ৮ রান করে রান আউট হন। মেহেদী হাসান রনি (১১) বলে (৩০) রান সঙ্গে (৮) রানে সেই জুটিতে সঙ্গী ছিলেন অপরাজিত হাসিব শরিফ।
সংক্ষিপ্ত স্কোর:
নবীন একাদশ: ২০ ওভারে ২৬৭/৫ (দিপ্ত পাল ৪৫, অভিষেক নন্দি ৯৪, রুবেল ০, সাইফুল ৪৭, সিরাজ ৮, মেহেদী হাসান রনি ৩০*, হাসিব শরিফ ৮*।
ম্যান অব দ্য ম্যাচ: ৪ ওভারে ৪ উইকেট পেয়ে জয়নাল মোল্লা।