সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ভার্চুয়াল নয়, বইমেলা আগের মতোই হবে। শুধু তারিখ ঘোষণা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর।
রোববার দুপুরে বাংলা একাডেমিতে লেখক-প্রকাশকদের নিয়ে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, অমর একুশে গ্রন্থমেলা আয়োজন করা হচ্ছে। তবে তারিখ নির্ধারিত হয়নি। মেলা আয়োজনের তিনটি তারিখ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে সংস্কৃতি মন্ত্রণালয়। যা ২০ ফেব্রুয়ারি, ১৭ ও ২৭ মার্চ হতে পারে, অথবা প্রধানমন্ত্রী নিজে তারিখ নির্ধারণ করে দিতে পারেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে পয়েলা ফেব্রুয়ারিতে মেলা শুরু করতে পারছি না। আজকে আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরাসরি বই মেলা হবে। কোনো ভার্চুয়াল মেলা হবে না। করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমছে। করোনা পরিস্থিতি আরো উন্নতি হলে আমরা আয়োজন করবো।’