অর্থপাচারের আলাদা দুই মামলায় আওয়ামী লীগের বহিস্কৃত নেতা ক্যাসিনো কারবারি দুই ভাই এনামুল হক ভূইয়া ওরফে এনু ও রুপন ভুইয়াসহ ১১ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনে, আজ এ আদেশ দেন, ঢাকার বিশেষ জজ আদালত। গত ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর, এনু ও রুপনের পুরান ঢাকার বানিয়ানগরের বাসায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে ৫ কোটি টাকা এবং সাড়ে ৭ কেজি স্বর্ণ উদ্ধার করে, র্যাব।
এ ঘটনায় সূত্রাপুর ও গেন্ডারিয়া থানায় তাদের নামে ৬টি মামলা হয়। পরে, ২০২০ সালের ২২ জুলাই, তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি। এনু-রুপনের নামে ব্যাংকে ১৯ কোটি টাকা এবং পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে ১২৮টি ফ্ল্যাটের খোঁজ পায়, আইনশৃঙ্খলা বাহিনী।