সিরাজদিখানসহ পৃথক ৪ টি স্থানে অভিযান চালিয়ে ৪ টি মোটরসাইকেল ও ৩ জনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে থানা প্রাঙ্গনে সিরাজদিখান থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ।
প্রেস ব্রিফিংয়ে জানায়,গত ৮ ই সেপ্টম্ভর সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকা থেকে একটি মোটর সাইকেল চুরি হয় । সেই মোটরসাইকেল উদ্ধারের জন্য সিরাজদিখান থানার উপ-পরিদর্শক এসআই ইমরান খান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখানের নিমতলা সুখের ঠিকানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদ শেখ (১৮) নামে একজনকে মোটরসাইকেলসহ আটক করে । নাহিদ উপজেলার আবিরপাড়া গ্রামের রবিন শেখের ছেলে । নাহিদের তথ্যমতে ঢাকার গেন্ডারিয়া থেকে দক্ষিন কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকার বিজয় চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরকে (১৯) এবং ঢাকার শাআলী থানা এলাকা থেকে গফুর মিয়ার ছেলে মো.জহিরুল ইসলামকে(৩৫) ২টি মোটর সাইকেলসহ পৃথক অভিযানে মোট ৪ টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয় ।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান,তারা ৩ জনই মোটরসাইক চোরাকারবারী । তারা দীর্ঘদিন যাবৎ চুরির পেশায় জড়িত । তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে ।