শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা মিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, সিরাজদীখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন,উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, সরকারি বিক্রমপুর কে বি কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক হাওলাদার, মালখানগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সফিউদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) যুধিষ্ঠির রঞ্জন পাল, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মো. আক্তার হোসেন, উপজেলা বন কর্মকর্তা আব্দুল লতিফ,রশুনিয়া ইউপির চেয়ারম্যান মো.ইকবাল হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।