ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে উপজেলার চালতিপাড়া নামক এলাকায় বিভিন্ন শ্রেণীর যানবাহনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওই অভিযান চালানো হয়।
এসময় বিভিন্ন যানবাহনে রোড পারমিট, চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটর যান অধ্যাদেশ আইন ২০১৮ অনুযায়ী ১৮ টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও নগদ ৬৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালতের দায়িত্ব পালন করেন বি আর টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফ মোর্শেদ মিশু। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ মো.আফজলা হোসেন ,সার্জেন্ট মো.বাহারুল সোহাগ ।