“সংকটে-সংগ্রামে-মানবিকতায়”এ শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা পরিষদ ডাকবাংলো আঙিনায় কেক কেটে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মাসুদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চোকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ রাকিবুল হাসান রাকিব, উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য জাহিদ শিকদার, আরিফ রশিদ, সৈয়দ শিশির, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু প্রমূখ।