আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করা হয়। এর মধ্যে উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদ প্রার্থী সানজিদা আক্তার জ্যোৎস্নাকে দলীয় (নৌকা) প্রতীকে মনোনীত করা হয়। আওয়ামী লীগের দলীয় প্রতিকে মনোনয়ন পাওয়ায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদের নেতৃত্বে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সানজিদা আক্তার জ্যোৎস্নার সমর্থকরা।
আজ বিকালে আনন্দ মিছিলটি মালখানগর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে মালখানগর চৌরাস্তায় গিয়ে শেষ। আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শামসুল হক, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবির চক্রবর্তী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন আনুসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও সমর্থকবৃন্দ।