মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ইকবাল হোসেন চোকদার স্থানীয় ভাবে গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী এলাকা রশুনিয়া ইউনিয়নের রাঙামালিয়া, রশুনিয়া গ্রাসসহ আশপাশের গ্রাম সমূহে সমর্থকদের সাথে নিয়ে ব্যপক গণসংযোগ করেন তিনি। এসময় তিনি নৌকার পক্ষে জনসাধারণের নিকট ভোট চেয়ে রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত লোকজনের নিকট দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আমি রশুনিয়া ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা নৌকায় ভোট দিন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শিকদার, রশুনিয়া ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাকিম দেওয়ান, সাধারণ সম্পাদক রিপন শেখ, প্রচার সম্পাদক মিলন শেখ, রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মোতালেব শিকদার,হিরন শেখ, হুমায়ুন শেখ, ইউসুফ লস্করসহ আরো অনেকে।